নিজস্ব প্রতিনিধি: রিন্টু পাঁজা, বীরভূম: অল বেঙ্গল রেশন বাঁচাও যৌথ মঞ্চের ডাকে রামপুরহাট ২ নম্বর ব্লকে ডেপুটেশন রেশন ডিলার দের। সোমবার বেলা বারোটায় রামপুরহাট ২ নম্বর ব্লকের রেশন ডিলারের পক্ষ থেকে ২০ দফা দাবি নিয়ে রামপুরহাট ২ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক, খাদ্য সরবরাহ দপ্তরের পরিদর্শক এবং রামপুরহাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডেপুটেশন জমা দিলেন।
মূলত তাদের দাবি ‘রেশনে স্বচ্ছ গণবণ্টন ব্যবস্থার দাবিতে কুইন্টাল প্রতি ৪৫৭ টাকা কমিশন অথবা মাসিক ন্যূনতম ৫০ হাজার টাকা ভাতা পার্টনারশিপ প্রথা পুনঃপ্রবর্তনের দাবিসহ ২০ দফা দাবি আদায়ের স্বার্থে তাদের এই ডেপুটেশন।
রামপুরহাট ২ নম্বর ব্লক এমআর ডিলার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মেহেবুবে আলম জানান ” আমাদের রাজ্য কমিটির নির্দেশে আমাদের ব্লকের সমস্ত রেশন ডিলার দেরকে নিয়ে কুড়ি দফা দাবি নিয়ে আজকে আমরা বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং খাদ্য সরবরাহের পরিদর্শক কে আমরা ডেপুটেশন দিলাম।