Rashmika Mandanna: শঙ্করের পরবর্তী ছবিতে রাম চরণের সাথে দেখা যাবে রাশমিকাকে

Rashmika will be seen with Ram Charan in Shankar's next film
শঙ্করের পরবর্তী ছবিতে রাম চরণের সাথে দেখা যাবে রাশমিকাকে, Image Sorce: Google

আউটলাইন বাংলা: দক্ষিণী সিনেমার সুপারস্টার রাম চরণ। তাঁর বেশিরভাগ ছবিই সফলতা লাভ করেছে। এবার দক্ষিণী জনপ্রিয় পরিচালক শঙ্কর, রাম চরণকে নিয়ে নতুন এক সিনেমা দর্শকদের উপহার দিতে চলেছেন। যদিও ছবির নাম এখনও ঠিক হয়নি, তবে শোনা গেছিল এই ছবিতে রাম চরণের বিপরীতে দক্ষিণী অভিনেত্রী সুজি ব্যা কে দেখা যাবে। কিন্তু টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত খবর অনুযায়ী, রাম চরণের বিপরীতে অভিনয় করবেন রাশমিকা মন্দনা।

শ্রী ভেঙ্কটেশের ব্যানারে সিনেমাটির প্রযোজনা করবেন দিল রাজু ও শিরিষ। এই প্রথম তেলেগু সিনেমার নায়ককে নিয়ে সিনেমা করছেন শঙ্কর। আগামী বছরের প্রথমের দিকে সিনেমাটির কাজ শুরুর কথা আছে। জানা গেছে, ছবিতে এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন রাশমিকা।

রাম চরণের পরবর্তী সিনেমা রাজামৌলি পরিচালিত ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’ যা এই বছরের ১৩ই অক্টোবর মুক্তির কথা রয়েছে। অন্যদিকে রাশমিকার পরবর্তী ছবি আল্লু অর্জুনের সাথে। ছবির নাম ‘পুষ্পা’। আগামী ১৩ই আগস্ট ছবির মুক্তির কথা রয়েছে। এছাড়াও রাশমিকা এবার দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডে পা রাখতে চলেছেন।’মিশন মজনু’ সিনেমার দ্বারা তাঁর বলিউডে অভিষেক হবে।