নিজস্ব প্রতিবেদনঃ বীরভূমঃ বিগত বছরের তুলনায় এবছরের রাখীবন্ধন উৎসব কার্যত আলাদা।
জেলা পুলিশের পক্ষ থেকে বীরভূম জেলার প্রতিটি থানায় অভিনব রাখীবন্ধন উৎসব পালন হলোবিগত বছরের তুলনায় এবছরের রাখীবন্ধন উৎসব কার্যত আলাদাবীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে জেলার প্রতিটি থানায় আজ অনুষ্ঠিত হলো এই অভিনব রাখীবন্ধন উৎসবকরোনার মহামারীর আবহে ভাই ও বোনের সো ভ্রাতৃত্ব এই বন্ধনের দিন টাও কোনো মতে পালিত হলোমাস্কের অনুকরণে রাখি বন্ধন উৎসব। বন্ধন দৃড় হলো মাস্ক রাখীর মাধ্যমেএই দিন পথ চলতি মানুষদের মধ্যে হাতে মাস্ক, মিষ্টি মুখ করতে চকলেট দিয়ে সচেতন করা হলোপথ চলতি মানুষদের মাঝে চলল এই মাক্স বিতরনবীরভূম জেলার রামপুরহাট, সিউড়ি, নলহাটী সহ সমগ্র জেলায় এই ছবি দেখা গেলো