Wednesday, March 22, 2023

প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিনে আবেগপ্রবণ ট্যুইট রাহুলের

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর (Rajiv Gandhi) ৭৬তম জন্মদিনে তাঁকে স্মরণ করে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি ট্যুইটে লিখেছেন “প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিজির জন্মদিনে আমার শ্রদ্ধার্ঘ।“

এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর (Rajiv Gandhi) পুত্র রাহুল গান্ধীও (Rahul Gandhi) আজ সকালে বাবার জন্মবার্ষিকীতে আবেগপ্রবণ হয়ে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি আজ সকালেই একটি টুইট করে লিখেছেন “রাজীব গান্ধি অত্যন্ত দূরদর্শী সম্পন্ন মানুষ ছিলেন। তিনি সর্বোপরি সহানুভূতিশীল ও অত্যন্ত ভালোবাসার মানুষ ছিলেন। আমি খুবই সৌভাগ্যবান, এবং গর্বিত কারন রাজীব গান্ধির মত মানুষকে বাবা হিসাবে পেয়ে। প্রতিনিয়ত আমরা তাঁকে মিস করি।“

ভারতের সবচেয়ে কমবয়সি প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধীর (Rajiv Gandhi)। মাত্র ৪০ বছর বয়সে প্রধানমন্ত্রী হন তিনি। আজ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর (Rajiv Gandhi) জন্মবার্ষিকীতে কংগ্রেসের (Congress) সব নেতামন্ত্রীরা তাঁকে স্মরণ করে শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করেছেন।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট