আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। তিনি সবসময় তার শৈশবকালিন ছবি ও তাঁর বাবা-মায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন। এই জনপ্রিয় অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় সবসময় নিজেকে আপডেট রাখেন। রাইমা সেন জনপ্রিয় অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে ও মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি।
সম্প্রতি রাইমা সেন তার মা মুন মুন সেনের একটি পুরানো ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিটিতে দেখা গিয়েছে লাল শাড়ি, কপালে লাল টিপ ও খোলা চুলে খাবার টেবিলের সামনে বসে রয়েছেন মুনমুন সেন। মায়ের ছবি শেয়ার করে আবেগে ভাসলেন মুনমুন সেন। ছবিটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যেই কয়েক হাজার লাইকে ভরে উঠেছে।
রাইমা সেন তাঁর অভিনয়ের দক্ষতার দ্বারা সকলের ময় জয় করেছেন। তবে এবার টলিউড ও বলিউড ছেড়ে দক্ষিণ চলচ্চিত্র জগতেও আত্মপ্রকাশ করেছে রাইমা। কিছুদিন আগে সোশ্যাল সাইটে সেই খবর প্রকাশ্যে এসেছে। তাঁকে দেখা যাবে নবীন পরিচালিত অগ্নি সিরাগুগায় (Agni Siraguga )।