Thursday, March 23, 2023

Raima Sen: খোলা পিঠে ইনস্টাগ্রামে, অভিনব সৌন্দর্যে রাইমা

Outlinebangla Desk: শুধু টলিউড না বলিউডেও অতন্ত্য পরিচিত মুখ রাইমা সেন। অভিনেত্রী রাইমা সেন মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি বা মুনমুন সেনের কন্যা হিসেবে নয়, নিজের গুনেই আজ জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও অত্যন্ত্য অ্যাক্টিভ অভিনেত্রী। প্রায়ই সোশ্যাল সাইটে শেয়ার করে থাকেন নানা ছবি ও ভিডিও। সম্প্রতি রাইমা সেন সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। ওই ছবিতে অভিনেত্রীর শরীরী আবেদনে ভক্তদের ইতিমধ্যেই ঘুম উড়েছে।

ওই ছবিতে যেন নগ্নতাকে ছাপিয়ে গেছেন অভিনেত্রী রাইমা সেন। খোলা পোশাকে উদ্দাম শরীরীই স্পষ্ট। খোলা পিঠ, বুকের সামনে একটা কাপর দিয়ে ঢেকে রেখেছে শরীরের ঊর্ধ্বাঙ্গ। পরনে জিন্স। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে তার এই ছবি। ইতিমধ্যেই লাইক আর কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া।

দেখে নিন ছবিটি-

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,909FansLike

সর্বশেষ আপডেট