Homeরঙ্গমঞ্চRaima-Nikhil: ম্যাচিং পোশাকে বন্ধুত্বের বং গাঢ় হয়ে উঠেছে রাইমা নিখিলের, দেখুন ছবি

Raima-Nikhil: ম্যাচিং পোশাকে বন্ধুত্বের বং গাঢ় হয়ে উঠেছে রাইমা নিখিলের, দেখুন ছবি

Outlinebangla Digital Desk: অভিনেত্রী নুসরত জাহানের প্রাক্তন সঙ্গি নিখিল জৈন নুসরত অধ্যায়কে জীবন থেকে মুছে ফেলে নিজের কাজ মন দিয়েছেন পুরোদমে। এই মুহূর্তে তিনি একজন সফল বস্ত্র ব্যবসায়ী। নিজের কাজের সাথে সাথে তিনি সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয়। নিজের জীবনে ঘটে চলা মুহূর্ত গুলকে প্রতিদিন ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি।

সম্প্রতি পুজোর মরশুমে নিলিখের পছন্দ করা পোশাকে ফটোশুট করতে দেখা গিয়েছে অভিনেত্রী রাইমা সেনকে। তবে ওই ফটোশুটে রাইমা একা সাজেননি, নিখিলকেও ম্যাচিং করা পোশাকে দেখা গেছে। নুসরতের পর অভিনেত্রী রাইমা সেনের সঙ্গে বন্ধত্বের সম্পর্ক গড়ে উঠেছে নিখিলের।

raima sen and nikhil jain shares their new looks
(Image Source: Google)

এই বন্ধুত্বের হাত ধরেই পূজোর স্পেশাল ম্যাচিং পোশাকে ফ্রেম বন্দী হলেন দুজনে। ম্যাচিং পোশাকে বন্ধুত্বের বং গাঢ় হয়ে উঠেছে।

raima sen
raima sen

এই মুহূর্তে