Friday, March 24, 2023

খাঁকি প্যান্ট ও নীল টি-শার্টে কেরালার সমুদ্রে সাঁতার রাহুল গান্ধির, দেখুন ভিডিও

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ কেরলে নির্বাচনীর প্রচারে গিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার সেখানে তিনি নৌকায় চেপে মাঝ সমুদ্রে যান মৎসজীবীদের সাথে। মাছ ধরার জাল গোটাতে সমুদ্রে নামেন মৎস্যজীবীরা। তাঁদের দেখেই কাউকে কিছু না জানিয়ে হটাৎ মাঝ সমুদ্রে ঝাঁপ দেন কংগ্রেস নেতা। প্রায় ১০ মিনিট সাঁতার কেটে তিনি কোল্লামের থাঙ্গাসেরি সমুদ্র সৈকতে যান। সেখানে গিয়ে পোশাক বদলে নেন। তাঁর এই সাঁতার কাটার ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

নির্বাচনের আগে বুধবার কেরলের কোল্লাম জেলায় নৌকায় করে মৎসজীবীদের সাথে সমুদ্রে ঘুরছিলেন রাহুল গান্ধী। সেইসময় তিনি হটাৎ ঝাঁপ দেন সমুদ্রে। তাছাড়াও মৎসজীবীদের সঙ্গে মধ্যাহ্নভোজনও সারেন। তাদের সাথে ঘুরে নানা সমস্যার কথা তিনি জানেন। নৌকায় তার সাথে কে সি ভেনুগোপাল সহ অন্যান্য কংগ্রেস নেতাও ছিলেন।

এই ঘটনার পর কংগ্রেস তরফে জানানো হয়, “আমাদের কিছু না জানিয়েই তিনি জলে ঝাঁপ দিয়েছিলেন। আমরা সকলেই চমকে গিয়েছিলাম। প্রায় ১০ মিনিট সাঁতার কাটেন তিনি। অভিজ্ঞ সাতারু তিনি।”

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট