আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগে ভারতে পেট্রো পণ্যের দাম ছিল আকাশছোঁয়া। সম্প্রতি কিছুটা হলেও দাম কমেছে পেট্রল-ডিজেলের। এবার পেট্রো পণ্যে নিয়ে মোদী সরকারকে কটাক্ষ করলেন কংগ্রেসের (Congress) প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)।
তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের কারণেই পেট্রল-ডিজেলের ১৭ থেকে ১৮ পয়সা করে দাম কমিয়েছে কেন্দ্র। এবং কেন্দ্রকে প্রশ্ন করেন, এই টাকা বাঁচিয়ে আপনারা কি করবেন? সপ্তাহের শুরুতে তিনি বলেছিলেন, দেশের সাধারন মানুষদের আর্থিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে যার জেরে বাড়ছে বেকারত্বের সংখ্যা। এর জন্য তিনি কেন্দ্রের অর্থনীতিকেই দায়ি করেছেন। সঙ্গে তিনি বিজেপি নেতৃত্বাধীন সরকারের অর্থনৈতিক নীতিমালার নিন্দা করছেন।
चुनाव के कारण केंद्र सरकार ने पेट्रोल-डीज़ल 17/18 पैसे प्रति लीटर सस्ता किया है।
बचत की इस धनराशि से आप क्या-क्या करेंगे? #FuelLootByBJP
— Rahul Gandhi (@RahulGandhi) March 28, 2021
This is more than an election- it’s the fight to save Tamil culture, history and interests.
Thank you, Tamil Nadu for your encouragement & support.#Elections2021 pic.twitter.com/JwRRixQ8Co
— Rahul Gandhi (@RahulGandhi) March 28, 2021