Friday, March 24, 2023

নির্বাচনের কারণে পেট্রল-ডিজেলের দাম কমাচ্ছে কেন্দ্র: Rahul Gandhi

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগে ভারতে পেট্রো পণ্যের দাম ছিল আকাশছোঁয়া। সম্প্রতি কিছুটা হলেও দাম কমেছে পেট্রল-ডিজেলের। এবার পেট্রো পণ্যে নিয়ে মোদী সরকারকে কটাক্ষ করলেন কংগ্রেসের (Congress) প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)।

তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের কারণেই পেট্রল-ডিজেলের ১৭ থেকে ১৮ পয়সা করে দাম কমিয়েছে কেন্দ্র। এবং কেন্দ্রকে প্রশ্ন করেন, এই টাকা বাঁচিয়ে আপনারা কি করবেন? সপ্তাহের শুরুতে তিনি বলেছিলেন, দেশের সাধারন মানুষদের আর্থিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে যার জেরে বাড়ছে বেকারত্বের সংখ্যা। এর জন্য তিনি কেন্দ্রের অর্থনীতিকেই দায়ি করেছেন। সঙ্গে তিনি বিজেপি নেতৃত্বাধীন সরকারের অর্থনৈতিক নীতিমালার নিন্দা করছেন।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট