আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটল। মহামারী করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করে ফেলল রাশিয়া। আজ মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনটাই ঘোষণা করেছেন। যখন গোটা বিশ্ব করোনা রুখতে প্রতিষেধক তৈরি করতে মরিয়া হয়ে উঠেছে ঠিক তখনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়ে দিল করোনাভাইরাস ভ্যাকসিন তৈরি হয়ে গিয়েছে।
মস্কোর গামালেয়া ইনস্টিটিউট বানিয়েছে করোনাভাইরাসের এই ভ্যাকসিন। বিশ্বের প্রথম করোনাভাইরাস ভ্যাকসিনটি দ্রুত ট্রায়ালের পর। রুশ স্বাস্থ্য মন্ত্রক থেকে সবুজ সংকেত মিলেছে। খুব অল্প সময়ের মধ্যেই বাজারজাত হবে বিশ্বের প্রথম করোনাভাইরাসের টিকা।

স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাস্কো মস্কোর গামালেয়া ইনস্টিটিউটকে ভ্যাকসিনটির কার্যকারিতা সম্পর্কে সমস্ত আপডেট দিতে বলেছেন। এই ভ্যাকসিন সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব আত্মবিশ্বাসী। তিনি আজ জানান তাঁর মেয়েকেও এই ভ্যাকসিন দেওয়া হয়েছে।
#BREAKING Russia has developed 'first' coronavirus vaccine: Putin pic.twitter.com/s33LTMO0j0
— AFP news agency (@AFP) August 11, 2020