আউটলাইন বাংলা ডেস্ক: দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। করোনা আক্রান্তের সংখ্যাও বাড়ছে রোজ। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত ৪৭,২৬২ জন এবং রাজ্যে করোনা আক্রান্ত ৪৬২ জন। আবার সামনেই আসতে চলেছে বড় উৎসব দোল-হলি। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে জানানো হয়, প্রকাশ্যে জনসমাগম করে দোল-হোলি, সবেবরাত,ইস্টার, ঈদ কোন কিছুই পালন করা যাবে না।
যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে জনসমাগম হলে আরও মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই দিল্লি সরকার সিদ্ধান্ত নেয় রাস্তায় বেরিয়ে উৎসব পালন করা যাবে না। দিল্লি সরকারের এই পদক্ষেপকে প্রশংসা জানিয়ে স্বাস্থ্যসচিব বলেন, সমস্ত রাজ্যের উচিত দিল্লির মতো পদক্ষেপ গ্রহণ করা।
অন্যদিকে আবার পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে প্রচার, সভা ইত্যাদি হওয়ার ফলে নিয়ম লঙ্ঘিত হচ্ছে। অনেকের মতে এটি অন্যতম কারণ করোনা বেড়ে যাওয়ার। তবে নির্বাচন কমিশন কড়া নির্দেশ দিয়েছেন এই বিষয়ে। প্রচার,সভা করতে হলে স্বাস্থ্যবিধি মেনেই করতে হবে।