Friday, March 31, 2023

মানবতার নজির, অবসর নেওয়া রিকশাচালকদের আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদনঃ বীরভূমঃ পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী এবং আশ্রয় ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দুস্থ প্রতিবন্ধী এবং অবসর নেওয়া রিকশাচালকদের আর্থিক সহায়তা প্রদান করলেন।

 

আশ্রয় ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্যরা জানান ‘’সরকার থেকে সরকারি কর্মচারীদের পেনশন দেওয়া হয় কিন্তু রিকশাচালকদের, প্রতিবন্ধীদের কর্মক্ষমতা হারিয়ে যাওয়ার পর তাদের ভিক্ষা করে জীবন যাপন করতে হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি সরকারের কাছে আবেদন রেখেছেন যাতে সরকার এদের মাসিক একটা পেনশন দেওয়ার ব্যবস্থা করেন।‘’

আরও পড়ুন- চোরের অজান্তেই বাইক চুরির ছবি ধরা পড়ল ক্যামেরায়

বয়সকালে কার্যক্ষমতা হারিয়ে অসহায় হয়ে পড়েন বহু মানুষ। তাদের দেখার কেও থাকে না। অনেকের মাথায় ছাদটুকুও থাকে না। এই অবস্থায় ভিক্ষাপাত্র তাদের সম্বল। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী এবং আশ্রয় ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কিছুটা হলেও দাঁড়াতে পেরেছে তাদের পাশে। এ এক মানবতার নজির।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট