Friday, March 31, 2023

Propose Day: ভয়কে পিছনে ফেলে প্রিয়জনকে মনের কথা জানাবেন যেভাবে

Outlinebangla: ভালোবাসার মাস মানেই ফেব্রুয়ারি মাস। যে মাসের মধ্যে রয়েছে ভালোবাসার সপ্তাহ (Valentine Week)। ৭ই ফেব্রুয়ারি থেকে ১৪ ই ফেব্রুয়ারি। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রেমের সপ্তাহ। ৭ই ফেব্রুয়ারি রোজ ডে (Rose Day) দিয়ে শুরু হওয়া সপ্তাহটি শেষ হবে ১৪-ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে দিয়ে। আজ থেকে অনেক বছর আগে সন্ত ভ্যালেনটাইন এর স্মৃতিতে valentines ডে শুরু হয়। সন্ত ভ্যালেন্টাইন এমন একজন মানুষ ছিলেন যিনি সমস্ত ঝগড়া-বিবাদ ভুলে মানুষের সঙ্গে প্রেম ভালোবাসার কথা বলতে বলতেন শুরু করে (Propose Day)।

সময় পরিবর্তনের সাথে সাথে এই দিন পালনের ধরন অনেক বদলে গিয়েছে। বিশেষত ৯০ এর দশক থেকে এই ভ্যালেন্টাইনস ডে নিয়ে মানুষ বেশি মেতে উঠতে শুরু করে। এরপর আস্তে আস্তে (valentines week) ও পালন করা শুরু হয়ে যায়। তাই অনেকের মতামত নিয়ে সপ্তাহটিকে এমন ভাবে সাজানো হয়েছে যাতে ছোটখাটো একটা প্রেমের গল্প তৈরি হয়ে ওঠে। প্রথমেই প্রিয় মানুষটির হাতে লাল গোলাপ দেওয়া এবং তারপর ৮ দিনের মাথায় ভালোবাসার উদযাপন। এর মাঝে রয়েছে আরও ৬ টা দিন যার মধ্যে দ্বিতীয় দিনটি হল প্রেমের কথা মুখ ফুটে বলার দিন। যেটিকে আমরা প্রপোজ ডে বলে জানি এই বিশেষ দিনে লুকিয়ে রাখা তার প্রতি আপনার ভালোবাসার কথা বলার দিন।
আরও পড়ুনঃ Valentine’s Day: ভালোবাসা দিবসে দেওয়া এই উপহার গুলি বলে দেবে সম্পর্কের গুরুত্ব

কেন এই দিনে প্রপোজ ডেঃ (Propose Day)

বিভিন্ন দিক দিয়ে বিচার করে ৮ ই ফেব্রুয়ারি দিনটিকে শুভ বলে জানা যায়। এই বিশেষ দিনে যে কোনো ভালো উদ্দেশ্য সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তাই আপনি যদি এই দিনে আপনার ভালবাসার কথা প্রকাশ করেন তাহলে ইতিবাচক উত্তর আসর সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। আর ঠিক এই কারণ টির কথা মাথায় রেখে সারা বিশ্বে ৮ই ফেব্রুয়ারিকে প্রপোজ ডে হিসেবে বেছে নিয়েছে।
আরও পড়ুনঃ Relationship: সম্পর্কে একঘেয়েমি কাটিয়ে তুলুন এই ৫ উপায়ে

প্রপোজ করার সময় যে যে বিষয়গুলি মনে রাখবেনঃ (Propose Day)

১. প্রপোজ করুন আপনাদের প্রথম যেখানে দেখা হয়েছিল সেখানে। মনের কথা নির্দ্বিধায় বলার সব থেকে যোগ্যতম জায়গা এটি। তবে সবাই যেমন ভাবে ভালোবাসার কথা বলে জানাই তেমন না চিরাচরিত প্রপোজাল এর বাইরে বেরিয়ে আপনি আপনার মনের কথাটি একটু অন্যরকম ভাবে জানানোর চেষ্টা করুন।
২. এই সময় নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করুন নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন বেশি চিন্তিত হওয়ার কোন দরকার নেই। হাতে একটি লাল গোলাপ আর মুখে মিষ্টি হাসি নিয়ে জানিয়ে দিন আপনার ভালবাসার কথা।
৩. মহিলারা সবসময় একটু অন্যরকম ভাবেই ভালোবাসার কথা শুনতে পছন্দ করেন তারা মনে মনে কল্পনা করে থাকেন যে তার প্রিয় মানুষটি হাতে লাল টকটকে গোলাপ নিয়ে হাঁটু মোড়ে তাকে ভালোবাসার কথা জানাবে।
আরও পড়ুনঃ Rose Day: শুধুই কি লাল? কোন রঙের গোলাপ কাকে দেবেন জানেন তো

৪. পছন্দের মানুষের প্রিয় কোন জায়গায় নিয়ে গিয়ে ঘুরতে পারেন। সূর্যাস্তের সময় যেতে পারেন লং ড্রাইভে কিংবা কোন সৈকত তীরে হেঁটে আসতে পারেন। হাঁটতে হাঁটতে কথা বলার সময় এক সময় গিয়ে বলে ফেলতে পারেন আপনার মনের কথা।
৫. এছাড়া কোন রেস্টুরেন্টে যেতে পারেন ক্যান্ডেল লাইট ডিনার করতে, তাকে অবাক করে দিন তার মুখের সামনে তার পছন্দের নানারকম খাবার সাজিয়ে আর সে যখন অবাক হয়ে থাকবে মুগ্ধ হতে শুরু করবে ঠিক তখনই বলে ফেলুন মনের আসল কথাটি।
৬. এই দিন মনের সমস্ত দ্বিধাদ্বন্দ্বের সাথে লড়াই করে তাদের এক পাশে সরিয়ে রেখে, বলেই ফেলুন আপনার মনে এতদিন ধরে লুকানো প্রিয়জনের প্রতি ভালোবাসার কথাটি! কে বলতে পারে তিনি হয়তো আপনার মুখ থেকে ভালোবাসার কথাটি শুনবেন বলে ছটফট করছেন? গোটা প্রকৃতি বসন্তে ভালোবাসা, প্রেমের কথা জানান দিচ্ছে। আপনি কেন চুপ করে বসে আছেন! আপনিও আপনার প্রেমের কথা জানান আর মেতে উঠুন প্রকৃতির সঙ্গে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট