আউটলাইন বাংলা ডেস্কঃ চলতি মাসের আগামী ২৪ ডিসেম্বর পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, এই সফরে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি।
মূলত বিশ্বভারতীর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিতেই পশ্চিমবঙ্গ সফরে আসছেন তিনি। এছাড়াও নোয়াপাড়া- দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পেরও উদ্বোধন করার কথা রয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আগামী ২৩ ডিসেম্বর বিশ্বভারতীর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীকে আমন্ত্রন জানিয়ে প্রধানমন্ত্রী দফতরের আবেদন করা হয়েছিল। এবং সেই আবেদনে সাড়া দিয়ে, জানিয়েছে আগামী ২৪ ডিসেম্বর পশ্চিমবঙ্গ আসছেন তিনি।
তবে এই বছর করোনা মহামারির জন্য শান্তিনিকেতনে পৌষ মেলার আয়োজন করা হবে না। তবে পৌষ উৎসব হবে শান্তিনিকেতনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবারের সফরে কোন রাজনৈতিক কর্মসূচি নেই বলেই জানা গিয়েছে।