আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ আগামিকাল অর্থাৎ শনিবার নেতাজির ১২৫ তম জন্মদিন। এই বিশেষ দিনটিকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করবে কেন্দ্রীয় সরকার। এবারের নেতাজির জন্মবার্ষিকী মূল অনুষ্ঠান হবে কলকাতার ভিক্টোরিয়া হলে। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা আসার আগেই নেতাজির আদর্শকে অনুসরণ করে টুইট করলেন নরেন্দ্রমোদি।
প্রধানমন্ত্রী টুইট করে লিখেন, আগামিকাল নেতাজির জন্মজয়ন্তী, পরাক্রম দিবস (ParakramDivas)। এদিন দেশজুড়ে যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হচ্ছে তার মধ্যে একটি বিশেষ অনুষ্ঠান গুজরাটের হরিপুরায় অনুষ্ঠিত হচ্ছে। ওই অনুষ্ঠানে সকলেই যোগদান করুন।
Tomorrow, India will mark #ParakramDivas, the Jayanti of the great Netaji Subhas Chandra Bose. Among the various programmes being organised across the nation, one special programme is being held at Haripura in Gujarat. Do join the programme, which begins at 1 PM.
— Narendra Modi (@narendramodi) January 22, 2021
তিনি আরও একটি টুইট করেছেন, যেখানে লিখেছেন নেতাজি সুভাষ চন্দ্র বোসের সাথে হরিপুরার বিশেষ সম্পর্ক রয়েছে। ১৯৩৮ সালের হরিপুরা অধিবেশনে নেতাজি কংগ্রেস দলের সভাপতির পদ গ্রহণ করেছিলেন। আগামীকাল হরিপুরায় অনুষ্ঠানটি আমাদের জাতির জন্য। ওই অনুষ্ঠানে নেতাজিকে শ্রদ্ধা জানানো হবে।
Haripura has a special relation with Netaji Subhas Chandra Bose. It was at the historic Haripura Session of 1938 that Netaji Bose took up the Presidentship of the Congress Party. Tomorrow’s programme at Haripura will be a tribute to Netaji Bose’s contribution to our nation.
— Narendra Modi (@narendramodi) January 22, 2021
এছাড়াও ২০০৯ সালের ২৩ জানুয়ারির কথা মনে করিয়ে বলেন, ওই বছর আমরা হরিপুরা থেকে e-Gram Viswagram প্রকল্প চালু করেছিলাম। তবে এবার নেতাজির জন্মবার্ষিকীতে সমস্ত বাঙালির আবেগকে ধরতে গতকাল ভিক্টোরিয়া হলে ভাষণ দেবেন স্বয়ং নরেন্দ্রমোদি।
On the eve of Netaji Bose’s Jayanti, my mind goes back to 23rd January 2009- the day we launched e-Gram Vishwagram Project from Haripura. This initiative revolutionised Gujarat’s IT infrastructure and took the fruits of technology to the poor, in the remotest parts of the state. pic.twitter.com/4QDzklcBLV
— Narendra Modi (@narendramodi) January 22, 2021
টুইটটি দেখুনঃ
May the thoughts and ideals of Netaji Subhas Chandra Bose keep inspiring us to work towards building an India that he would be proud of…a strong, confident and self-reliant India, whose human-centric approach contributes to a better planet in the years to come. pic.twitter.com/6UxeBoKJX7
— Narendra Modi (@narendramodi) January 22, 2021