Friday, March 24, 2023

আগামী ৭ মার্চের মধ্যেই ভোটের দিন ঘোষণা! ইঙ্গিত PM Modi-র

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। অসমের জনসভা থেকে এমনই ইঙ্গিত দিয়েছেন নরেন্দ্র মোদী। অসমের ঢেমাজি জেলার শিলাপাথরে একটি জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, আমার মনে হয় মার্চের ৭ তারিখের মধ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করতে পারে। তবে দিনক্ষণ ঘোষণা সম্পূর্ণ নির্বাচন কমিশনের উপর নির্ভর করে।

তবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে পর্যন্ত আমি যতটা সম্ভব অসম, পশ্চিমবঙ্গ, পুদুচেরি, তামিলনাড়ু এবং কেরল যাওয়ার চেষ্টা করব। ২০২১ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বেড়ে চলেছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ পশ্চিমবঙ্গে ঘুরে গিয়েছেন। ভোট যুদ্ধের দিন ঘোষণার আগেই রাজ্যে এসেছে ১২ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী (Central Force)। নির্বাচন কমিশন প্রাথমিক ধাপের প্রস্ততি সেরে রাখতে চাইছে। এবার শুধু সময়ের অপেক্ষা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট