Monday, March 27, 2023

এক যুগের অবসান ঘটল, চলে গেলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ ভারতীয় রাজনীতির একটি অধ্যায়ের অবসান হল। প্রায়ত হলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee)। আজ সোমবার দিল্লির সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শুধু ফুসফুসে সংক্রমণই নয়, প্রাক্তন রাষ্ট্রপতির রেনাল প্যারামিটারেও বদল দেখা দিয়েছিল। ফলে প্রণববাবুর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছিল। গত ৯ অগস্ট রাতে নয়াদিল্লির রাজাজি মার্গের বাড়িতে প্রাক্তন রাষ্ট্রপতি বাথরুমে ভারসাম্য হারিয়ে পড়ে যান, এবং মস্তিষ্কে আঘাতের কারনে ১০ আগস্ট সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

এর পরই বেশ কিছু রুটিন পরিক্ষার পরেই প্রাক্তন রাষ্ট্রপতির কোভিড রিপোর্টও পজিটিভ আসে। এবং পরে যাওয়ার ফলে মস্তিষ্কে যে রক্ত জমাট বেঁধেছিল তা বের করতে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। এর পরে গভীর কোমায় চলে যান প্রাক্তন রাষ্ট্রপতি। প্রণব মুখোপাধ্যায় ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতি ছিলেন। ২০০৮ সালে তিনি পদ্মবিভূষণ সম্মান পান।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট