Post Lockdown: আসছে সংমিশ্রন এর নতুন গান

আউটলাইন বাংলাঃ  লক ডাউন এর মাঝেই সংমিশ্রন এনেছিল তাদের নতুন দুটি গান, ভাইরাস এবং ভাইরাস ২। দর্শকরাও দারুন ভাবে সাড়া দিয়েছিলেন। সমকালীন পরিস্থিতিতে মানুষের জীবনযাত্রাই ছিল গানের মূল উপজীব্য। হ্যাঁ, তবে এ গানে কোথাও করোনা ভাইরাস এর উল্লেখ নেই, ভাইরাস এর কথা আছে। ‘ভরসা করিনা তুমি প্রতিবেশী নাকি সহযাত্রী’, গানের এই লিরিক্স কোথাও মানুষের মনে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল।

সংমিশ্রনের কথা ধরেই বলতে হয় ভাইরাস একদিন ইতিহাস হয়ে যাবে, তবে এরপর মানুষ মানুষকে যখন দেখবে, সে মুখোশ ছাড়াই হোক বা মুখোশ পরে তখন তাদের প্রতিক্রিয়া ঠিক কেমন হবে? সব কি আগের মতই হবে? নাকি বদল ঘটবে? হাঁসি, মজা নাকি রাগ কিসের প্রকাশ ঘটবে সবথেকে বেশি? এই সব প্রশ্নের উত্তর আছে সংমিশ্রন এর নতুন গান পোস্ট লক ডাউনে (Post lockdown)। খুব শিগগির মুক্তি পেতে চলেছে সংমিশ্রন এর এই নতুন গান ‘Post lockdown’।

band songmishron logoভিডিও সহ গান রিলিজ হবে সংমিশ্রন এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। ব্যান্ড সংমিশ্রনের তরফে জানানো হয়েছে, ‘দর্শকদের জন্য এক নতুন চমক আছে এই গানে, এতদিন পর্যন্ত Krishan এবং Pritish এর গলায় গান শুনেছেন দর্শকরা, তবে এবার তা হচ্ছেনা। এই গানের ভিডিও হবে অন্যরকম, ভিডিওগ্রাফীর কাজ করেছেন শুভব্রত হালদার (Subhabrata Halder)। দীর্ঘ লক ডাউনে থাকার পর শুরু হয়েছে আনলক প্রক্রিয়া। মানুষের জীবন আস্তে আস্তে স্বাভাবিকের দিকে এগোচ্ছে। আগের দুটি গান ভাইরাস এবং ভাইরাস ২ লক ডাউন এর মাঝেই মুক্তি পেয়েছিল। যার ভিডিও ছিল বেশ গম্ভীর। তাই এবার Post lockdown নিয়ে কিছুটা মজার ভিডিও বানাতে চাইছে সংমিশ্রন।‘

ভিডিও কেমন হতে পারে পোস্টার দেখে তার কিছুটা আন্দাজ করাই যাচ্ছে। শুটিং এর সমস্ত কাজ শেষ। এখন শুধু মুক্তি পাওয়ার অপেক্ষায়। চোখ রাখুন সংমিশ্রনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। Songmishron Youtube

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস