Monday, March 27, 2023

মারা গেলেন জনপ্রিয় মার্কিন উপস্থাপক ল্যারি কিং

আউটলাইন বাংলা ডেস্ক: শেষ নিশ্বাস ত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের টেলিভিশন ও বেতার জগতের অন্যতম শীর্ষ উপস্থাপক ল্যারি কিং। ৮৭ বছর বয়সে তিনি মারা গেলেন লস এঞ্জেলেসে। তাঁর দীর্ঘ কর্ম জীবনে তিনি ২৫ বছর সিএনএনে নিজের টকশো অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। বহু বিখ্যাত রাজনৈতিক নেতা, সেলিব্রিটি ও ক্রীড়াবিদের সাক্ষাৎকার নিয়েছেন।

জানা গেছে শনিবার সেডার্স-সিনাই মেডিকেল সেন্টারে তার মৃত্যু হয়েছে। তবে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে সঠিক ভাবে কিছু জানা যায়নি। বিভিন্ন খবরে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ল্যারি কিং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কয়েক সপ্তাহ ধরে ভুগছিলেন। এছাড়া গত কয়েক বছরে তার ডায়াবেটিস, হার্ট অ্যাটাকসহ একাধিক স্বাস্থ্যগত সমস্যা ছিল।

১৯৭০ এর দশকে মিউচুয়াল ব্রডকাস্টিং সিস্টেম নামক একটি বাণিজ্যিক বেতারে ‘দ্য ল্যারি কিং শোর মাধ্যমে তিনি প্রথম বিখ্যাত হয়ে ওঠেন। এরপর পঁচিশ বছর ধরে তিনি সিএনএন টেলিভিশন চ্যানেলে ‘ল্যারি কিং লাইভ’ নামে টকশো’র উপস্থাপনা করেন।

সূত্র: বিবিসি

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট