Wednesday, March 22, 2023

রামপুরহাটে ট্রাক্টর ভর্তি বিস্ফোরক উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদনঃ বীরভূমঃ এক ট্রাক্টর বোঝাই বিস্ফোরক উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে রামপুরহাটের নারায়ণপুর গ্রামে। বীরভূমের মুরারই এর পর এবার রামপুরহাটের নারায়ণপুর গ্রাম থেকে এক ট্রাক্টর বোঝায় বিস্ফোরক উদ্ধার করল বীরভূমের রামপুরহাট থানার পুলিশ। ট্রাক্টরটি থেকে ২৬ বস্তা জিলেটিন স্টিক উদ্ধার করা হয়েছে। গতকাল রাতে খবর পেয়ে ঝাড়খণ্ড লাগোয়া বীরভূমের রামপুরহাট থানার নারায়ণপুর গ্রামে অভিযান চালায় পুলিশ।

ঠিক সেই সময় নলহাটি থানার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের দিক থেকে বিস্ফোরক ভর্তি ট্রাক্টরটি নারায়ণপুর গ্রামের দিকে আসছিলো। এবং ওই বিস্ফোরক বোঝায় ট্রাকটর টিকে মোটরসাইকেল চালিয়ে এক ব্যক্তি পথ দেখিয়ে নিয়ে আসছিল। সেই সময় পুলিশ দেখে মোটরসাইকেল চালক ও ট্রাক্টরের চালক গাড়ি রেখে পালিয়ে যায়।

রামপুরহাট থানার পুলিশ বিস্ফোরক বোঝায় ট্রাক্টর ও মোটরসাইকেলটি বাজেয়াপ্ত করেছে। এবং পাচারকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে রামপুরহাট থানার পুলিশ। কোথা থেকে, কী ভাবে, কী উদ্দেশে বিস্ফোরক আনা হচ্ছিল তা দেখা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট