আউটলাইন বাংলা ডেস্কঃ রাত পোহালেই কাল নববর্ষ। বাংলার নতুন বছরের প্রথম দিন পুজো করে সবাই শুরু করেন। ব্যবসায়ীরা এই দিনে হিসাবের নতুন খাতা চালু করেন। যা হালখাতা নামে পরিচিত। সবারই লক্ষ্য থাকে সারা বছরটা যেন ভাল যায়। দেখে নিন কী কী করলে নতুন বছর ভালো কাটবে।
বাড়িতে পুরোহিত ডেকেই পুজো করাতে হবে এমন নয়। বছরের প্রথম দিন নিজেও পুজো করে শুরু করা যেতে পারে। ঠাকুর ঘরে আলপনা এঁকে সেখানে ধান ছড়িয়ে মঙ্গলঘট স্থাপন করুন। এছাড়া ঠাকুরকে ফল,মিষ্টি নিবেদন করতে পারেন। শাস্ত্র মতে, ঘুম থেকে উঠে কিছু জিনিস দেখা শুভ। যেমন- ফুলের মালা, জ্যান্ত মাছ, অগ্নি, ব্রাহ্মণ ইত্যাদি।
ব্যবসায়ীদের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। নতুন হালখাতায় লাল কালি দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে তার নীচে তিনটি বা পাঁচটি কয়েনের ছাপ দিয়ে গণপতায় নমঃ লিখুন। তার সাথে খাতায় সিদ্ধি, চন্দন, হলুদের ফোঁটা দিতে হবে।