Outlinebangla Digital Desk: দুর্গা পুজোর (Durga Puja 2021) আনন্দে মাতোয়ারা চারিদিক। বিশ্ববাসী তথা আপামর বাঙালি মেতে ওঠেছে দুর্গোৎসবে। আজ মহাষ্টমী (Mahaashtami)। এদিন দেবী দুর্গার ভক্তরা পুষ্পাঞ্জলী দিয়ে মনের বাসনা ব্যক্ত করে।
আজ মহাষ্টমী (Mahaashtami) শুভক্ষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) বাংলাতে টুইট করে দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দেশবাসীকে। তিনি টুইটে লেখেন, “আজ দুর্গাপূজার মহাষ্টমীর পূণ্য লগ্নে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। মা দুর্গার আশীর্বাদ সর্বদা আমাদের সকলের উপর বর্ষিত হোক। তাঁর আশীর্বাদে আমাদের সমাজ আনন্দ ও খুশিতে ভরে উঠুক।”
আজ দুর্গাপূজার মহাষ্টমীর পূণ্য লগ্নে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। মা দুর্গার আশীর্বাদ সর্বদা আমাদের সকলের উপর বর্ষিত হোক। তাঁর আশীর্বাদে আমাদের সমাজ আনন্দ ও খুশিতে ভরে উঠুক
— Narendra Modi (@narendramodi) October 13, 2021