Friday, March 31, 2023

হঠাৎ পদত্যাগ করলেন নরেন্দ্র মোদির মুখ্য উপদেষ্টা P.K. Sinha

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ হঠাৎ করেই ব্যক্তিগত সমস্যা দেখিয়ে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান উপদেষ্টা পি কে সিনহা (P.K. Sinha)। তাঁর পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

ক্যাবিনেট সচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব সামলানোর পর গত ১৮ মাস ধরে মোদির মুখ্য উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। পি কে সিনহাকে জায়গা করে দেওয়ার জন্যই ২০১৯ সালে প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টার পদটি তৈরি করা হয়। এমনকি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী যত দিন দায়িত্বে থাকবেন, ততদিনই মুখ্য উপদেষ্টা হিসেবে এই পদে থাকবেন সিনহা।

১৯৭৭ সালের আইএএস পি কে সিনহা উত্তরপ্রদেশ ক্যাডারের অফিসার ছিলেন। ক্যাবিনেট সচিব হিসেবে সবথেকে বেশি দায়িত্ব তিনি পালন করেছেন। তিনি ছিলেন অভিজ্ঞ আমলা। প্রথমবার যখন নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হন তখন তিনি ক্যাবিনেট সচিব ছিলেন। ২০১৯ সালে দ্বিতীয়বার যখন মোদি প্রধানমন্ত্রী হন তখন প্রধানমন্ত্রী দফতরে বিশেষ কর্মকর্তা হিসেবে সুযোগ দেওয়া হয় পি কে সিনহাকে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট