Outlinebangla Digital Desk: আজ ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (President Ram Nath Kovind) ৭৬তম জন্মদিন। কোবিন্দের জন্মদিনের সকালে তাঁকে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) টুইটারে লেখেন, “রাষ্ট্রপতি জিকে জন্মদিনের শুভেচ্ছা। ওনার নম্র ব্যক্তিত্বের কারণে সমগ্র দেশ তাঁকে ভালবাসে। তিনি সমাজের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে নজর রাখেন। তিনি দীর্ঘ এবং সুস্থ জীবন লাভ করুন।”
টুইটটি দেখুনঃ
Birthday greetings to Rashtrapati Ji. Due to his humble personality, he has endeared himself to the entire nation. His focus on empowering the poor and marginalised sections of society is exemplary. May he lead a long and healthy life. @rashtrapatibhvn
— Narendra Modi (@narendramodi) October 1, 2021