Thursday, March 23, 2023

চলতি মাসের শেষ সপ্তাহে ২ দিনের বাংলাদেশ সফরে Modi

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ চলতি মাসে বাংলাদেশে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৬ মার্চ দু’দিনের সফরে বাংলাদেশ যাবেন তিনি। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে। জানা গিয়েছে দু দিনের সফরে রয়েছে একাধিক কর্মসূচি।

জানাগিয়েছে আগামী ২৬ ও ২৭ মার্চ প্রধানমন্ত্রী যোগ দেবেন বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে, সেইসঙ্গে ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উজ্জাপন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়াও জানা গিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন। একই সঙ্গে রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ এবং বিদেশমন্ত্রী একে আবদুল মোমের সঙ্গেও বৈঠক সারবেন।

সুত্রের খবর অনুযায়ী, সরকারি কর্মসূচী ছাড়াও, মতুয়া ধর্মগুরু গুরুচাঁদ ঠাকুরের জন্মস্থান ওড়াকান্দিতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেখানে মতুয়া গুরুদেবের সৌধে শ্রদ্ধা জানানোরও কথা রয়েছে। তবে করোনা মহামারীর প্রকোপ শুরুর পরে এই প্রথম বাংলাদেশ হতে চলেছে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,909FansLike

সর্বশেষ আপডেট