AIIMS এ গিয়ে করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ সোমবার সকালে দিল্লির AIIMS এ গিয়ে করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এইদিন হাসপাতালে গিয়ে তিনি টিকার প্রথম ডোজ নিয়েছেন। তিনি সবাইকে ভ্যাকসিন নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

ভ্যাকসিন নেওয়ার পর প্রধানমন্ত্রী টুইটারে টুইট করেন, “এইমস থেকে করোনা টিকার প্রথম ডোজ নিলাম। চিকিৎসক এবং বিজ্ঞানীরা খুব অল্প সময়ে কোভিডের বিরুদ্ধে লড়াইকে যে ভাবে শক্তিশালী করেছেন তা কুর্নিশযোগ্য। যাঁরা কোভিড টিকা নেওয়ার জন্য মনোনীত তাঁদের সকলের কাছে টিকা নেওয়ার আবেদন জানাচ্ছি আমি। আসুন ভারতকে কোভিড-১৯ থেকে মুক্ত করি।”

গত ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে করোনার টিকাকরণ শুরু হয়েছিল। প্রথম পর্যায়ে করোনাযোদ্ধা, চিকিৎসক,নার্স, স্বাস্থ্যকর্মী, নিরাপত্তাবাহিনীর সদস্যদের দেওয়া হয়। আজ থেকে দ্বিতীয় পর্যায় শুরু হয়। দ্বিতীয় পর্যায়ে দেশের ষাটোর্ধ্ব নাগরিক ও ৪৫ বছরের বেশি বয়সী সবাইকে টিকা দেওয়া হবে।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস