ভোটের মুখে বেসরকারিকরণের পক্ষে সওয়াল Modi-র

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলির বেসরকারিকরণের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন “ব্যবসা করা সরকারের কাজ নয়।“ সরকারের মূল কর্তব্য হল জনকল্যাণমূলক এবং উন্নয়নমূলক প্রকল্প গুলিকে সঠিক ভাবে পরিচালনা করা।

গতকাল অর্থাৎ বুধবার ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট আয়োজিত ওয়েবিনারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) বলেন, বহু সরকারি সংস্থা লোকসানে চলছে। ওই সব সংস্থা গুলিকে বাঁচিয়ে রাখতে খরচ হচ্ছে করদাতাদের টাকা। তাই ওই শিল্প গুলিকে বাঁচাতে সরকারের দায়িত্ব পাশে দাঁড়ানো। এছাড়াও তিনি জানান, বেসরকারিকরণের পর যে পরিমান অর্থ সরকারের খাতে আসবে, সেই অর্থেই সামাজিক উন্নয়নমূলক প্রকল্পেই কাজে লাগানো হবে।

প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, দেশের আর্থিক বৃদ্ধিতে জোয়ার আনতে চারটি ক্ষেত্র ছাড়া দেশের অধিকাংশ সরকারি ক্ষেত্রে বেসরকারিকরণ করতে চায় সরকার। প্রধানমন্ত্রী মোদী এদিন জানিয়েছেন, কেন্দ্র ১০০টি রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ করে, প্রায় ২.৫ লক্ষ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে। প্রসঙ্গত, এলআইসি(LIC), এয়ার ইন্ডিয়া(Air India), ভারত পেট্রোলিয়াম, পবন হংস, শিপিং কর্পোরেশনের মতো সংস্থা গুলিকে আগামী আর্থিক বছরে বেসরকারিকরণের লক্ষ্য নিয়েছে মোদি সরকার।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,919FansLike
42SubscribersSubscribe

না পড়লেই মিস