WB Election 2021: “বাংলায় জয় নিশ্চিত”- আত্মবিশ্বাসী বার্তা Modi-র

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ অন্য রাজ্যে ভোট হলে বিজেপির নজর যে বাংলার দিকে তা কিন্তু স্পষ্ট। দিল্লিতে সংসদীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী দাবি করেছেন, ‘বাংলায় জয় নিশ্চিত’। এবারের বাংলায় তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টি।

জানা গিয়েছে, এদিন পার্লামেন্টে আসন্ন নির্বাচন, করোনাসহ অনেক বিষয় বিজেপির সংসদীয় দলের মধ্যে আলোচনা হয়। সেখানেই প্রধানমন্ত্রী আত্মবিশ্বাসের সাথে বলেন, “বাংলার জয় নিশ্চিত। দলের নেতারা যথাযথ কাজ করলে নির্বাচনে দলের জয় হবে।” সেই আলোচনা সভায় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী সহ অনেকেই।

প্রসঙ্গত, গত রবিবার কলকাতার ব্রিগেডে জনসভা সফল হবার পর বিজেপির সদস্যদের দাবি তাদের হাত ধরেই সোনার বাংলা গড়ে উঠবে। ব্রিগেডের সভায় প্রধানমন্ত্রী জানান, ” এবার বাংলায় আসল পরিবর্তনের লক্ষ্যে ভোট দিন। দিদি বামেদের বিরুদ্ধে যে পরিবর্তনের ডাক দিয়েছিলেন,সেই পরিবর্তন কি আদৌ এসেছে? বাংলার গরিব মানুষের জীবন কি বদলেছে? বাংলার খুন-খারাপির রাজনীতি কি বদলেছে? আজ বাংলায় মা-মাটি-মানুষের কী পরিস্থিতি সেটা ভালো করেই জানেন আপনারা।” সেইদিন ব্রিগেডের সভায় বিজেপিতে যোগদান করেন মহাগুরু। তাছাড়া এর আগেও একাধিক টলি তারকা বিজেপিতে যোগ দেন। তাই সব মিলিয়ে বাংলা জয় করতে উঠে পড়ে লেগেছে গেরুয়া শিবির ।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস