Outlinebangla: বেশিরভাগ ক্ষেত্রেই আমরা না জেনে বুঝেই নার্সারী থেকে ভুলভাল চারাগাছ (Plant) নিয়ে চলে আসি। এরফলে যেটা হয় চারাগাছটি টবে বসানোর কয়েকদিনের মধ্যেই গাছটি শুকিয়ে যেতে থাকে এবং শেষে একটা পর্যায়ে গিয়ে মারা যায়। যদিও সবথেকে বড়ো ব্যাপার হলো ভুল ভাল চারাগাছ নিয়ে আসার জন্যই গাছটির ফলন এবং বৃদ্ধি কিছুই হয় না। তবে সঠিক চারাগাছ চিহ্নিত করার বিভিন্ন রকম কৌশল বা উপায় রয়েছে (Plant Identification)।
সঠিক চারাগাছ শনাক্ত করার বিভিন্ন কৌশলঃ
ফুলফল যুক্ত গাছ এড়ানোঃ
যেকোনো চারাগাছে ফুল বা ফল ধরে থাকলে আমাদের মন সেই চারাগাছটির দিকেই বেশি করে আকৃষ্ট হয়। কিন্তু বাড়িতে লাগানোর পরপরই এই চারাগাছ গুলির সমস্ত ফুল-ফল ঝরে যাওয়ার সম্ভাবনা অধিক, এমনকি গাছটির মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই ফুল-ফল যুক্ত গাছগুলিকে বাড়িতে না লাগানোই ভালো।
আরও পড়ুনঃ Lucky Plants For Home: বাস্তুশাস্ত্র মতে বাড়িতে সুখ-শান্তি থাকবে কোন গাছ রাখলে? জানুন বিস্তারিত
একই জাতের ভিন্ন গাছঃ
খেয়াল করে দেখবেন নার্সারী থেকে আনা চারাগাছগুলির সবকটা সমানভাবে বাড়ে না। এর পিছনের কারণটি হলো ওখানে সমান জাতের বিভিন্ন ধরণের গাছ থাকে। এই সমস্যাটি তখনই মিটবে যখন ভালো বৃদ্ধি ঘটছে এমন কোনো গাছকে বেছে নিয়ে আসবো।
বড়ো প্যাকেটের গাছঃ গাছ প্যাকেটে রাখুন বা টবেতে গাছের শিকড় যদি বেরিয়ে যায় তাহলে আর কাটা যাবে না কারণ শিকড় এবং মূলকে সবসময় যত্ন করে রাখতে হবে। গাছ তোলার আগে অবশ্যই খেয়াল রাখবেন প্যাকেট ভেদ করে মাটির মধ্যে শিকড় পৌঁছেছে কি না, যদি কোনোভাবে পৌঁছে গিয়ে থাকে তাহলেই বিপদ। কারণ এটি টেনে তোলার সময় শিকড় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি ফলে বাড়িতে নিয়ে যাওয়ার পর গাছটি মারা যাবে। উল্টোদিকে মূল শিকড়টিই কখনো বাইরে বেরিয়ে গিয়েছিল সেইজন্য শিকড়টিকে কেটে ফেলা হয়েছে। এরকমও কোনো চারাগাছ নিলে হবে না। এই জন্যই সবসময় চেষ্টা করুন বড়ো প্যাকেট যুক্ত চারাগাছ নেওয়ার।
শক্ত গোড়া যুক্ত চারাগাছ খুঁজুনঃ
চারাগাছ কিনতে গেলে সবসময় মাথায় রাখুন গাছটির গোড়া যেন শক্ত, সবল ও মোটা হয়। দেখে নিন মাটিতে শক্তপোক্ত ভাবে আঁকড়ে ধরে রয়েছে কি না। প্রায় সময়ই নতুন লাগানো চারাগাছ গুলো কে পুরোনো চারাগাছ বলে চালিয়ে দেন বিক্রেতারা। তবে গাছ পুরোনো কিনা সেটা বুঝতে আপনি গাছটির শাখাটি ধরে অল্প ঝাকুনি দিয়ে বোঝার চেষ্টা করুন গাছটির গোড়া মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরে রয়েছে কিনা। চারাগাছটি সহজে খুলে গেলে বুঝবেন নতুন মাটিতে বসেনো আর যদি না খোলে তাহলে গোড়া শক্ত আপনি নিশ্চিন্তে গাছটি বাড়ি নিয়ে আসতে পারেন।
গাছের ডালঃ অধিক লম্বা ডালওয়ালা যুক্ত গাছ না কেনায় ভালো। এই ধরনের গাছগুলিকে পরবর্তীকালে ঝোপ ঝাড়ে পরিণত হয় এবং পরিষ্কারের সমস্যা মুখে পড়তে হয়।
আরও পড়ুনঃ Flower Colour: জানেন কি রাতে ফোটা ফুল সাদা হয় কেনো?