Home Decor: সবুজের স্নিগ্ধতায় হোক বাঙালি বাড়ির অন্দরসজ্জা

Outlinebangla: আমরা প্রত্যেকেই নিজ নিজ ঘর সাজানো নিয়ে সচেতন। কোন জিনিস বাড়ির মধ্যে রাখলে একটি গৃহকোণও সেজে ওঠবে এমন দ্রব্য বা আসবাবপত্রের প্রতি বেশি প্রাধান্য দিই (Home Decor)। আসবাবপত্র বদলে বা দেয়ালের রঙ পরিবর্তন করে বাড়ির সৌন্দর্য ফেরানো যায় ঠিকই। কিন্তু এতে নতুনত্বের ছোঁয়া সেভাবে লাগে না। আপনি কি গাছ ভালবাসেন, তাহলে আর দেরি না করে গাছ দিয়েই বাড়ির সৌন্দর্যতা ফিরিয়ে আনুন (Home Decor)। গাছের বিকল্প অন্য কিছু হতেই পারে না। কারন গাছ যে শুধু সবুজের স্নিগ্ধতা আনে তা-ই নয়, ঘরের মধ্যে অক্সিজেন পরিমান বাড়িয়ে তোলে। তবে হ্যাঁ গাছ কেনার আগে অবশ্যই জেনে নিন কোন কোন গাছ ঘরের ভেতর রাখার উপযোগী। মানিপ্ল্যান্ট, ফিলোডেনড্রন, পাম, ড্রেসিনা, পাতাবাহার—এসব গাছ ঘরে রাখার উপযোগী।

চলুন জেনে নেওয়া যাক অন্দরসাজের (Home Decor) জন্য কী ভাবে গাছের ব্যবহার করব।

টেবিলে গাছ রাখুনঃ ঘরের সৌন্দর্যতা বাড়াতে (Home Decor) সেন্টার টেবিলে কিংবা পড়ার টেবিলে একটা গাছ রাখতেই পারেন। মনে রাখবেন, যদি সেন্টার টেবিলে গাছটা রাখবেন ভেবেছেন, তাহলে সেন্টার টেবিলের মাঝখানে রাখুন। এবং পড়ার টেবিল হলে এক পাশে রাখুন। এতে টেবিলটি দেখতে ভালোলাগবে।
ঘরের তাকে গাছ রাখুনঃ আপনি ঘরের তাকে গাছ রাখতে পারেন। তাকে গাছ লাগান সারিবদ্ধ ভাবে। ঘরের দেওয়াল এক রঙের হলে নানান রঙের ফুল গাছ লাগান। তাতে বৈচিত্র সৃষ্টি করবে।
আরও পড়ুনঃ Bring back happiness peace and fortune: বাড়িতে মাত্র এই তিনটি গাছ লাগিয়েই ফেরান সুখ–শান্তি-অর্থভাগ্য!

মূল দরজায়ঃ বাড়ির মূল দরজায় যদি ফুলে ভরা সবুজ পাতার ডালপালা থাকে। তাহলে বাইরে যা কিছু হোক না কেনো বাড়ির প্রবেশ দ্বারে এসে পৌঁছালেই মনটা একদম ঠিক ভালো হয়ে উঠবে। শুধু আপনি বা আপনার পরিবারের লোকজন নয় বাড়ির অতিথিও অন্যরকমের স্বাগত শুভেচ্ছা পাবেন আপনার থেকে। তাই বাড়ির শোভা বাড়াতে মূল দরজায় ফুলের গাছ লাগান।
জানলায় গাছ রাখুনঃ বর্তমান সময়ে নার্সারিতে অনেক ঝুলন্ত টব পাওয়া যায়। ওই টব বাড়িতে এনে জানালায় ঝুলিয়ে রাখুন। এবং তাতে ছোটো ছোটো গাছ লাগিয়ে দিন। জানলার ধারে অর্কিডজাতীয় গাছ রাখতে পারেন তাতে ঘরের শোভা আরও বাড়বে।
আরও পড়ুনঃ Plant increase the level of oxygen: মন ভাল রাখতে ঘরে গাছ লাগান, সৌন্দর্যের সঙ্গে বৃদ্ধি পাবে অক্সিজেনের মাত্রাও

ঘরের মধ্যকার গাছ গুলিকে ভালো রাখতে সপ্তাহে অন্তত এক দিন রোদে রাখবেন। খুব বেশি জল দেবেন না। খেয়াল রাখবেন গাছের গোড়ায় যেন জল না জমে। গাছের পাতায় ধুলো পড়লে তুলি দিয়ে পরিষ্কার করুন।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস