Outlinebangla Desk: ভোট যুদ্ধ মিটতেই ফের বৃদ্ধি পাচ্ছে পেট্রল-ডিজেটেল (petrol & diesel) দাম। সরকারি তেল সংস্থাগুলি আজ বৃহস্পতিবার নিয়ে টানা তিন দিন বাড়াল দাম। এদিন বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের (petrol and diesel price hike) দাম লিটার প্রতি একলাফে ১৯ পয়সা থেকে ৩০ পয়সা বৃদ্ধি পেয়েছে।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ওয়েবসাইট অনুযায়ী আজ দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ২৫ পয়সা বেড়ে মোট দাম হয়েছে ৯০.৯৯ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮১.৪২ টাকা। কলকাতায় এক লিটার পেট্রলের দাম লিটার প্রতি ২২ পয়সা বেড়ে মোট দাম হয়েছে ৯১.১৪ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ২৮ পয়সা বেড়ে মোট দাম হয়েছে ৮৪.২৬ টাকা।
মুম্বইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি ২২ পয়সা বেড়ে মোট দাম হয়েছে ৯৭.৩৪ টাকা। এবং ডিজেলের দাম লিটার প্রতি ৩০ পয়সা বেড়ে মোট দাম হয়েছে ৮৮.৪৯ টাকা। চেন্নাইয়ে এক লিটার পেট্রোলের দাম ৯২.৯০ ও এক লিটার ডিজেলের দাম ৮৬.৩৫ টাকা।
Price of petrol & diesel in #Delhi at Rs 90.99 per litre and Rs 81.42 per litre respectively today
Petrol & diesel prices per litre – Rs 97.34 & Rs 88.49 in #Mumbai, Rs 92.90 & Rs 86.35 in #Chennai and Rs 91.14 & Rs 84.26 in #Kolkata
(file photo) pic.twitter.com/oNbZLUATAl
— ANI (@ANI) May 6, 2021