Outlinebangla: রিন্টু পাঁজা, ময়ূরেশ্বর: একুশের বিধানসভা নির্বাচন শেষ হওয়া সবে মাত্র এক মাস হয়েছে। একুশে নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে ফের ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেই রাজ্যে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের হিড়িক পড়ে যায়। বিভিন্ন জায়গায়।
নেতা মন্ত্রী থেকে শুরু করে নিচের তলার কর্মী অনেকেই তৃনমূলে ফেরার ইচ্ছে প্রকাশ করেন। অনেকে ফিরেও আসেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছিলেন যারা দলে ফিরে আসতে চান তাদের ফিরিয়ে নিতে দলের কোনো অসুবিধে নেই। এর পরেই মুকুল রায় কে দলে ফিরতে দেখা যায়। সেই সঙ্গে নিচুতলার অনেক কর্মীও বি জে পি ছেড়ে তৃণমূলে যোগদান করেন।
কোথাও গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করে, কোথাও আবার মাথা মুড়িয়ে প্রায়শ্চিত্ত করে। তবে এবার বীরভূমে এক অন্য ছবি ধরা পড়লো। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ময়ূরেশ্বর দু’নম্বর ব্লক অন্তর্গত ষাটপলসা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে প্রায় চার হাজার বিজেপি কর্মী তুলসী, দূর্বা, ধান গাছ হাতে ধরে শপথ গ্রহণ করে তৃণমূলে ফিরলেন। এদিন তাদের হাতে দলীয় পাতা তুলে দেন ময়ূরেশ্বর দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জটিল মণ্ডল, এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।