নিলাম তত্ত্বে নয়া ফর্ম্যাট, অর্থনীতিতে নোবেল পেলেন ২ আমেরিকান গবেষক

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ অকশন থিয়োরি নিয়ে কাজ করে দুজন আমেরিকান অর্থনীতিবিদ, পল আর মিলগ্রোম (Paul R. Milgrom) এবং রবার্ট বি উইলসন (Robert B. Wilson) অর্থনীতিতে এবছর নোবেল পুরস্কার পেলেন। নিলাম তত্ত্বের উন্নতি ও নতুন নিলাম ফর্ম্যাটগুলির উদ্ভাবনের জন্য পল মিলগ্রোম ও রবার্ট বি উইলসনকে এই বিশেষ সম্মান প্রদান করা হয়েছে।

নিলাম সর্বত্রই রয়েছে এবং আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে। নোবেল কমিটি জানিয়েছেন, এই দুই অর্থনীতিবিদ খুব ভালো ভাবে বুঝিয়েছেন নিলামের তত্ত্ব, নিলাম কীভাবে কাজ করে। এবং বিশ্বজুড়ে বিক্রয়কারী, ক্রেতা এবং করদাতাদের উপকারে আসবে এই নতুন নিলাম পদ্ধতি।

১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে। সুইডেনের কেন্দ্রীয় ব্যাঙ্ক এই পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে। ফলে এই পুরস্কারের আসল নাম “The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel।“গত বছর অর্থাৎ ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল জিতেছিলেন অভিজিৎ ব্যানার্জি, এস্তার দুফলো ও মাইকেল ক্রেমার।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস