Friday, March 31, 2023

শহীদ রাজেশ ওরাং এর স্মৃতিতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল “পথ প্রদর্শক”

নিজস্ব প্রতিবেদনঃ বীরভূমঃ দেশ জুড়ে করোনা সংক্রমণ ক্রমশ বেড়ে চলেছে, সব রকম পরিষেবা এখনও ঠিক মত মিলছে না। এমন পরিস্থিতিতে রক্তের অভাব মেটাতে, শহীদ রাজেশ ওরাং এর স্মৃতিতে বীরভূম সেচ্ছাসেবী সংস্থা “পথ প্রদর্শক” এর পক্ষ থেকে লাভপুরের সদস্যরা একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন। এই রক্তদান শিবিরটি লাভপুরের জুনিয়ার হাই মাদ্রাসা স্কুলে অনুষ্ঠিত হয়।

এই শিবিরে প্রায় ৪০ জন রক্তদাতা রক্ত দান করেন। “পথ প্রদর্শক” এর পক্ষ থেকে আয়োজিত রক্তদান শিবিরে বোলপুর ব্লাড ডোনার্স এসোসিয়েশন সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে বলে জানা গিয়েছে। সমস্ত রক্ত বোলপুর হসপিটালের ব্লাড ব্যাঙ্কে প্রদান করেন। এদিন ক্যাম্পের আগেও তারা সাঁইথিয়ার পথ প্রদর্শক এর পক্ষ থেকে ৭০ ইউনিট রক্তদান করা হয় সিউড়ি ব্লাড ব্যাঙ্কে।

তবে করোনা আবহের জন্য এই শিবিরের আয়োজন করা বেশ ঝুঁকিপূর্ণ ছিল। তবে সামাজিক দূরত্ব ও সংস্থার পক্ষ স্যানিটাইজেশনের ফলে সমস্ত কাজ খুব ভালো ভাবেই সম্পন্ন হয়েছে। “পথ প্রদর্শক” -এর সদস্যরা জানিয়েছে আমরা আগামী দিনে আরো অনান্য জায়গায় ক্যাম্পের আয়োজন করব।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট