আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ যতই সীমান্তে গোলাগুলি হোক না কেন বা সম্পর্ক খারাপ থাকুক অন্যান্য প্রতিবেশী দেশগুলির মতোই পাকিস্তানকেও করোনার ভ্যাকসিন দিচ্ছে ভারত। ইসলামাবাদে পাঠানো হচ্ছে সাড়ে চার কোটি ভ্যাকসিন। ২০০০ সালে স্থাপিত আন্তর্জাতিক সংস্থা GAVI এর সাহায্যে এই ভ্যাকসিন পাকিস্তানকে দেবে ভারত।
পাকিস্তানের পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে ন্যাশনাল হেলথ সার্ভিসের ফেডারেল সেক্রেটারি আশরফ খাওয়াজা জানিয়েছেন, ‘গাভি চুক্তির মাধ্যমে উন্নয়নশীল দেশগুলিতে ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে। গত বছরের সেপ্টেম্বরেই পাকিস্তানের সঙ্গে এ বিষয়ে চুক্তি হয়। তার ভিত্তিতেই পাকিস্তানে ভ্যাকসিন পাঠানো হচ্ছে।
চলতি মাসে ৪.৫ কোটি ভ্যাকসিন পাচ্ছে পাকিস্তান। এরপর জুনে আরও ১.৬ কোটি ভ্যাকসিন পাঠানো হবে। এখনও পর্যন্ত ভারত ১৫টি দেশে ভ্যাকসিন পাঠিয়েছে। আরও ২৫ টি দেশে ভ্যাকসিন পাঠাবে। পাকিস্তানের করোনা সংক্রমণ বেড়েছে। তার সাথে অর্থনৈতিক অবস্থাও খারাপ। এইরকম পরিস্থিতে প্রতিবেশী দেশের থেকে পাওয়া এই ভ্যাকসিন তাদের কাছে বড় উপহার স্বরূপ।