Outlinebangla Digital Desk: আগামী দিনে ধারাবাহিক বা নাটকে কোনো রকম ঘনিষ্ঠ (Intimacy) দৃশ্য আর দেখানো যাবে না। সম্প্রতি পাকিস্তান (Pakistan) ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (PEMRA) এমনই নির্দেশ দিয়েছে দেশের টিভি চ্যানেলগুলিকে। তাঁদের দেওয়া একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধারাবাহিক বা নাটকে যে ধরনের বিষয়বস্তু উপস্থাপন করা হচ্ছে যা পাকিস্তানি (Pakistan) সমাজের সংস্কৃতির কথা বলে না, অভিযোগ একাধিক দর্শকের।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধারাবাহিক বা নাটকে “প্রেম, বিবাহ বহির্ভূত সম্পর্ক, অশ্লীল ও সাহসী পোশাক, ঘনিষ্ঠ (Intimacy) দৃশ্য দেখানো হচ্ছে। যা ইসলামি শিক্ষা ও পাকিস্তানি (Pakistan) সমাজের সংস্কৃতির প্রতি অত্যন্ত্য অসম্মান জনক ব্যাপার।” তবে এই নিষেধাজ্ঞার জন্য অনেকেই খুশি নন।
Depicting married couples hugging each other & other acts of affection/intimacy = haram
Depicting men physically assaulting women (without any content warnings) = halal
Pemra has really got its priorities straight https://t.co/jlfEOamkKL
— Reem Khurshid (@ReemKhurshid) October 23, 2021
ইন্টারন্যাশনাল কমিশন অফ জুরিস্টের আইনি উপদে রীমা ওমর বলেন, এই অভিযোগের ওপর ভিত্তি করে আমরা কিছুটা সত্য জানতে পেরেছি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, আলিঙ্গন এই সব পাকিস্তানি সমাজের সত্যিকারের চিত্র নয়। এছাড়াও তিনি জানান, আমাদের সংস্কৃতি হল নিয়ন্ত্রণ, অপব্যবহার এবং হিংসা, যা আমাদের গর্বের সঙ্গে রক্ষা করতে হবে।