Friday, March 31, 2023

‘ধর্ষণের জন্য দায়ী পোশাক’, মন্তব্যের জেরে ফের বিতর্কে জড়ালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে ধর্ষণ খুব বেড়ে যাওয়ার জন্য নারীদের পোশাককে দায়ী করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, ”এই ধরনের ঘটনা সেই সমাজেই বেশি ঘটে, যেখানে অশালীনতা বাড়ছে।” এমনকি মহিলাদের ঢাকা দেওয়া পোশাক পরার জন্যও বলেন। তার এই মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এরজন্য তিনি তীব্র সমালোচিত হন।

ইমরানের মন্তব্যের বিরোধিতা করেন তাঁর প্রাক্তন স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ। তিনি টুইটারে টুইট করেন, “কোরানে বলা আছে পুরুষদের উচিত চোখ বন্ধ রাখা ও নিজের গোপনাঙ্গকে নিয়ন্ত্রণে রাখা। এই দায়ভার পুরুষেরই।” পরে আবার তিনি লেখেন, “এটা হয়তো ভুল উদ্ধৃতি। আমি যে ইমরানকে চিনি সে বলত, পুরুষের চোখে পর্দা থাকুক, মেয়েদের নয়।”

পাকিস্তানে ধর্ষণের ঘটনা অনেক বেড়ে গেছে। এর জন্য ইমরান পশ্চিমী সভ্যতাকে দায়ী করেছেন।নারী নির্যাতন নিয়ে এইরকম যুক্তি আগেও শোনা গেছে। এই মন্তব্যের প্রতিবাদে বহু মানুষ বিবৃতি পেশ করে অনলাইনে পিটিশন স্বাক্ষর করেছেন।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট