Outlinebangla Digital Desk: আনেকেই নিশ্চয় হেডলাইন অর্থাৎ শিরোনাম দেখে অবাক হয়েছেন (The world’s most expensive tea)। নিশ্চয় ভাবছেন এটা কীভাবে সম্ভব! এই চা বিশ্বের অন্যতম দামি চা। এই চায়ের নাম ‘দা হোং পাও।’ যে চা সোনার থেকেও মুল্যবান। মাত্র এক কাপ চায়ের দাম সাড়ে আট লাখ টাকা। এই চা চীনের ফুজিয়ান প্রদেশের উয়ি পর্বতে উৎপন্ন হয়।
দামের রহস্য জানুনঃ
এই বিরল চা গাছটি সারা বিশ্বের মধ্যে একমাত্র চীনেই পাওয়া যায়। আনুমানিক ৩০০ বছর ধরে এই চা চাষ হচ্ছে। এবং চীনে এই চায়ের মাত্র ছয়টি গাছ রয়েছে। চীন সরকার এই ছয়টি বিরল চা গাছের জন্য ২০০৬ সালে ১১৭ কোটি টাকার বিমা করিয়েছে (The world’s most expensive tea)। এক কেজি এই চায়ের মুল্য প্রায় ৯ কোটি ৪৪ লাখ টাকা।
এই চায়ে কি রয়েছেঃ
এই চায়ে রয়েছে ক্যাফেইন, থিওফিলিন, পলিফেনলস এবং ফ্ল্যাবোনয়েড। প্রতিদিন এই চা পান করলে ত্বক ও স্বাস্থ্য ভাল থাকে।
Read More- Fruit Flies Evolution: বদলে যেতে পারে মাছির চারিত্রিক বৈচিত্র! কী বলছেন গবেষকরা?