Sunday, March 26, 2023

‘ওনাম’ চলাকালীন স্বাস্থ্যবিধি অবহেলার মাশুল গুনছে কেরল

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ মহামারী করোনার শিখর পার করেছে ভারত, এমনটাই জানিয়েছে কেন্দ্রের তৈরি করা একটি বিশেষজ্ঞ কমিটি, ওই বিশেষজ্ঞ কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে আগামী বছরের ফেব্রুয়ারির শেষ দিকে কিছুটা স্বস্তি মিলতে পারে দেশবাসীর। তবে এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন (Harsh Vardhan) জানিয়েছেন পুজর মরশুমে বা কোনো উৎসবের সময় সাবধানতা অবলম্বন না করলেই বিপদ। তার দৃষ্টান্ত কেরলের ওনাম উৎসব।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন (Harsh Vardhan) জানিয়েছেন কেরলে ওনাম উত্সবের সময়ে মানুষের অবাধ যাওয়া আসা, সাথে সাথে কোনো রকম স্বাস্থ্য বিধি মেনে না চলার ফলে বড়সড় বিপদ ঘটিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী ১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত কেরলে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১.৩৫ লাখ।

কেরলের পরিস্থিতি দেখে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন (Harsh Vardhan) বলেছেন যে কোনো ধরনের উৎসবে সতর্ক থাকুন। আবার সামনেই দশেরা বা দীপাবলি। তাই অনান্য রাজ্যকেও সচেতন হওয়ার বার্তা দিয়েছেন। সব শেষে জানান ওনাম উৎসবের সময় করোনাকে অবহেলা করায় স্বাস্থ্য বিধি মেনে না চলার ফলে মাশুল দিচ্ছে কেরল।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট