Homeবিবিধফিরে দেখা ১৮ মার্চ: আজকের দিনটিতেই শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন Sachin Tendulkar

ফিরে দেখা ১৮ মার্চ: আজকের দিনটিতেই শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন Sachin Tendulkar

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ পুরনো স্মৃতি, সালটা ২০১২ ঠিক আজকের দিনেই একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ভারতীয় (India) ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) শেষ ওডিআই ম্যাচ খেলার দিনটি স্মরণ করে টুইট আইসিসি (icc)-এর।

বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপে পাকিস্তানের (PAKISTAN) বিপক্ষে শেষবার তিনি খেলেছিলেন। ওই ম্যাচে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ৪৮ বলে ৫২ রান করেন। ওই ম্যাচে পাকিস্তান (PAKISTAN) ৩২৯ রানের রানের টার্গেট দেয় ভারতকে। পাকিস্তানের বোলিং লাইন আপের সামনে ভারত ১৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়।

টুইটটি দেখে নিনঃ

অবসরের গ্রহনের পর একাধিকবার নানা প্রদিশর্নী ম্যাচে সচিনকে (Sachin Tendulkar) মাঠে দেখা গিয়েছে। তিনি একমাত্র ক্রিকেটার হিসেবে ভারত রত্নে সম্মানিত হয়েছেন। তাই আজকের দিনে সচিনকে সম্মান ও কুর্নিশ জানাতে ভোলোনি আইসিসি (icc)।

এই মুহূর্তে