Friday, March 31, 2023

নতুন বছরের প্রথম দিনে দু’ কিলোর রুপোর মুকুট উপহার পেলেন অনুব্রত

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ নতুন বছরের প্রথম দিনে বীরভূমের নানুরে মিলন মেলার উদ্বোধন করলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল। এবং সেখান থেকেই ২ কিলো ওজনের রুপোর মুকুট উপহার পেলেন স্বয়ং অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এদিন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডলের মাথায় রুপোর মুকুট পরিয়ে দেন তৃণমূল কর্মীরা (TMC)।

বীরভূমের নানুরে মিলন মেলা থেকে, কার্যত নাম না করে বিজেপি কর্মীদের ‘ঠেঙিয়ে পগারপার’ করার হুমকি দিতেও শোনা যায় অনুব্রত মণ্ডলকে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাপরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ করিম খান-সহ অন্যান্য তৃনমূল কর্মীরা।

অনুব্রত মণ্ডলকে রুপোর মুকুট পরিয়ে সংবর্ধনা দেন করিম খান। এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) বলেন, ওরা আমাকে ভালবাসে। আমার প্রতিটি মানুষের উপর আলাদা টান আছে। প্রসঙ্গত, আজ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট