পুরোনো ১০০ ও ১০ টাকার নোট বাতিল হতে পারে! জানুন কী বলছে RBI

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ বাতিল হতে পারে পুরোনো ১০ ও ১০০ টাকার নোট। এমনটাই ইঙ্গিত দিল রিসার্ভ ব্যঙ্ক অফ ইন্ডিয়া। রিসার্ভ ব্যঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার বি. মহেশ জানিয়েছেন পুরোনো ১০ টাকা ও ১০০ টাকার নোট আগামী মার্চ ও এপ্রিল মাসের মধ্যে বাজার থেকে তুলে নেওয়া হতে পারে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, রিসার্ভ ব্যঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার বি. মহেশ জেলা স্তরের সিকিউরিটি কমিটি ও মুদ্রা পরিচালনা কমিটির সঙ্গে বৈঠকের সময় পুরোনো ১০ ও ১০০ টাকার নোট বাতিলের পরিকল্পনার কথা জানান। এছাড়াও তিনি জানান, ১০ টাকার কয়েন নিতে চায় না অনেকেই। এর ফলে খুচরো ব্যাবসায়িরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। এই বিষয়টি নিয়ে RBI ও ব্যঙ্কের কাছে সমস্যার সৃষ্টি হচ্ছে।

উলেক্ষ্য, ২০১৯ সালে আরবিআই নতুন ১০০ টাকার নোট এনেছিল, সাথে সাথে পুরোনো ১০০ টাকার নোটও বাজারে চালু ছিল। ২০১৬ সালে ৮ নভেম্বর নোট বাতিল হয়। সেই সময় ২০০০ টাকা ও ৫০০ টাকার নতুন নোট চালু হয়। এবং ১০০০ টাকার নোট বন্ধ করে দেওয়া হয়। তবে আবারও একবার পুরোনো ১০ টাকা ও ১০০ টাকার নোট বাতিলের পরিকল্পনা চলছে।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস