Saturday, January 16, 2021
Home বিনোদন টলিউড ‘যদি তুমি সমস্ত নিয়ম ঠিক মেনে চল, তাহলে সব মজাই মাটি!’ নুসরাত!

‘যদি তুমি সমস্ত নিয়ম ঠিক মেনে চল, তাহলে সব মজাই মাটি!’ নুসরাত!

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্ক: ২০২০ সালে টলিপাড়ায় বেশ আলোচনায় ছিলেন এ অভিনেত্রী নুসরাত । সংসদ নির্বাচনে অংশ নেওয়া থেকে শুরু করে ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে করা, রথে অংশ নেওয়া, দুর্গাপূজার প্যান্ডেলে ঢাক বাজানোসহ বিভিন্ন কাজে অংশ নিয়ে আলোচনায় ছিলেন তিনি।

২০২১ খুব একটা নিয়মের বেরাজলে থাকতে ছান না তিনি। তারই আভাস দিয়েছেন নিজের ইনস্টাগ্রামে। একাধিক ছবি শেয়ার করে নুসরাত ক্যাপশনে লিখেছেন, ‘যদি তুমি সমস্ত নিয়ম ঠিক মেনে চল, তাহলে সব মজাই মাটি!’

নুসরাতের রূপের প্রশংসা করছেন সবাই। কেউ কেউ তার দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত হয়েছেন। নিয়মের বাইরে চলার পক্ষে তিনি। টলিপাড়ার বাসিন্দারা আবার মনে করেন, অনিয়মে চলে আনন্দ পান নুসরাত। ২০১১ সালে অভিনয় ক্যারিয়ার শুরু করেন নুসরাত।

Most Popular