Homeরঙ্গমঞ্চNusrat-Yash: পুজোর প্রেম জমজমাট, দুর্গা মণ্ডপে যশের সঙ্গে ঢাক বাজালেন নুসরত

Nusrat-Yash: পুজোর প্রেম জমজমাট, দুর্গা মণ্ডপে যশের সঙ্গে ঢাক বাজালেন নুসরত

Outlinebangla Digital Desk: নুসরত জাহান (nusrat jahan) ও যশ দাশগুপ্তের (yash dasgupta) সম্পর্কের যত দিন এগোচ্ছে ততই ডানা মেলছে দুজনে। সম্প্রতি মা হয়েছেন নুসরত জাহান, এবং গত রবিবার ধুমধাম করে যশের জন্মদিন পালন করেছেন তিনি। সেই সঙ্গে দূর্গাপুজো সেলিব্রেশন কোনো কিছুতেই কমতি নেই অভিনেত্রীর।

পুজোর সময় কোনো কিছুর তোয়াক্কা না করেই। যশের হাত ধরেই মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াচ্ছেন নুসরত। নীল শাড়ি, হলুদ ব্লাউজ, অভিনব সাজে দেখা গিয়েছে নুসরতকে। এবং সাদা শার্ট, ধূসর ট্রাউজারে যশ। খোশমেজাজে পুজো মণ্ডপে ঢাক বাজাতেও দেখা যায় যশরতকে। নুসরত জাহানের (nusrat jahan) ফ্যান পেজের তরফে ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল (Viral) হয়ে যায়।

দেখুন ভিডিওটি:

সালটা ২০১৯ ঠিক এই ভাবেই সুরুচি সংঘের পুজোয় ঢাক বাজাতে দেখা গিয়েছিল নুসরত জাহানকে। সেই সময় অভিনেত্রীর পাশে ছিলেন নিখিল জৈন। এবং সাল ২০২১ এবারেও পুজো মণ্ডপে ঢাক বাজাতে দেখা গেল নুসরত জাহানকে (nusrat jahan)। এ বছর তাঁর পাশে অভিনেতা যশ দাশগুপ্ত।

এই মুহূর্তে