আউটলাইন বাংলা স্পেশাল: বর্তমান আমাদের দেশে এবং সারা বিশ্বে বিভিন্ন দেশে টি-শার্ট ব্যাপক জনপ্রিয় একটি পোশাক। যেমন আরামদায়ক এই পোশাক তেমনি সর্বত্র সহজে পরিধেয়। আজ থেকে ১১৬ বছর আগে তৈরি হয়েছিল বিশ্বের প্রথম টি-শার্ট। এর পিছনের ইতিহাস (history of t-shirts) হয়তো আপনারা অনেকেই জানেন না। তাই আপনাদের টি-শার্ট এর ইতিহাস জানানোর উদ্দেশ্যে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন।
Image Source: Google
তাহলে এ কথা পরিষ্কার সিঙ্গেল ব্যাচেলরদের কথা ভেবেই এই টি-শার্ট (history of t-shirts) প্রথম তৈরি করা হয় কিংবা হয়তো বিজ্ঞাপনকে আকর্ষণীয় করে তোলার জন্যই এই ধরনের কথা গুলি লেখা হয়েছিলো তাও হতে পারে। এবিষয়ে পরিষ্কার কোনো তথ্য নেই। এই বিশেষ ধরনের পোশাককে ‘টি-শার্ট’ হিসাবে উল্লেখ করা হয়েছিলো মার্কিন লেখক ‘ফ্রান্সিস স্কট কি ফিৎসগেরাল্ডের ‘১৯২০ সালে প্রকাশিত ‘দিস সাইড অব প্যারাডাইস’-এ।
তবে অনেকেই দাবি করেন, প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন নৌ-বাহিনীর জন্যই নাকি প্রথম টি-শার্ট তৈরি করা হয়েছিলো । সব তথ্য বিছার করে বলা যায় ১৮৮৯ সাল থেকে ১৯১৩ সালের মধ্যে টি-শার্ট তৈরি হয়েছিল।বর্তমানে এই টি-শার্ট সারাবিশ্বে জনপ্রিয়। ছেলে, মেয়ে সকলের কাছেই দারুণ জনপ্রিয় পোশাক এই টি-শার্ট। এর মত সাবলীল পোশাক হয়তো আর তৈরি হয়নি, ফর্মাল হিসেবে পরিধেয় না হলেও, ইনফরম্যালি সবার কাছে জনপ্রিয় এই পোশাক।