Ranbir Kapoor: ফুটবলপ্রেমি রণবীর ক্রিকেটও কম যায় না! তাহলে কি বাঙালির বায়োপিকে এবার রণবীর?

Outlinebangla: বেশ কয়েকবছর ধরেই নেটপাড়াই সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) বায়োপিক (Biopic) নিয়ে কথা উঠেছে। মহারাজও স্বয়ং এই বিষয়টি নিয়ে বেশ আপ্লুত, তাঁর বায়োপিক সম্পর্কে মুখ খুলতে দেখা গেছে প্রায়ই। কিন্তু বায়োপিকে (Biopic) সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) চরিত্রের দেখা যাবে কোন অভিনেতাকে? প্রথমদিন থেকেই কানাঘুশো একটা নাম উঠে এসেছিলো। যিনি মহারাজার চরিত্রে অভিনয় করবেন তিনি আর কেউ না জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor)। মহারাজেরও ভীষন প্রিয় রণবীর কাপুর (Ranbir Kapoor)। কম বেশি প্রায় সবাই শুনেছেন সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) বায়োপিকে ভারতের প্রাক্তন অধিনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নায়ক রণবীর কাপুর কে। তবে এই ব্যাপারে এখনো কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা পরিষ্কার না! পাশাপাশি স্বয়ং মহারাজ তাঁর বায়োপিকের স্ক্রিপ্ট বেশ যত্নের সঙ্গে খুঁটিয়ে দেখে নিচ্ছেন, সেই কাজ চলছে এখনো।

ফুটবল টুর্নামেন্টে রণবীর কাপুরঃ (Ranbir Kapoor)

সেলিব্রিটিদের ফুটবল টুর্নামেন্ট গুলোতে রণবীর কাপুর কে বেশ দুর্দান্ত ফুটবল খেলতে দেখা গিয়েছিলো। তাঁর খেলার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন, ফুটবল তার পছন্দের প্রথম তালিকায় রয়েছে। স্কুল কলেজে থাকাকালীন তিনি চুটিয়ে ফুটবল খেলেছেন। তবে কলকাতার ইডেনে এসেছে রণবীর কাপুরকে ব্যাট হাতে ছক্কা হাঁকাতে দেখা গেলো, যেখানে বোলার হিসাবে উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় মহারাজ সৌরভ গাঙ্গুলী কে। এই ঘটনা প্রমান করছে ফুটবলপ্রেমি রণবীর ক্রিকেটও কম যায় না।
আরও পড়ুনঃ World Record: ‘সেলফি’তে Akshay! ছবির প্রচারে নেমে গড়লেন বিশ্ব রেকর্ড..

কিন্তু নায়ক রণবীর কলকাতাতে পা রাখতে না রাখতেই সবার সব জল্পনাতে জল ঢাললেন। বায়োপিক প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে উত্তরে তিনি জানান ‘তিনি এই বিষয় কিছুই জানেন না, তাঁর কাছে কোনোরকম প্রস্তাব নাকি আসেইনি! তিনি স্পষ্ট জানিয়ে দেন মহারাজের বায়োপিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন না। তবে সেদিন সৌরভ গাঙ্গুলির সাথে দেখা করেন তিনি।
আরও পড়ুনঃ Priyanka Chopra: গর্ভধারণ নয়! কেন সারোগেসি করে মা হলেন প্রিয়াঙ্কা?

রণবীর কাপুরের কলকাতায় আসা এবং এসে মহারাজের সাথে দেখা করার কথা আগে থেকেই ঠিক করা ছিল। ‘তু ঝুটি ম্যায় মক্কার’ সিনেমার প্রোমোশনে কলকাতায় এসেছিলেন রণবীর কাপুর। অভিনেতা এও বলেছিলেন ইডেন গার্ডেন্স রণবীর সৌরভের দেখা হতে পারে, দেখাও হলো কিন্তু সেখানে কোথাও বায়োপিক প্রসঙ্গে কোনো আলোচনায় হয়নি। কারণ আগেই সমস্তটা জানিয়ে দিয়েছেন রণবীর কাপুর। তবে রবিবার হওয়া সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়ে দেন এক সুখবর, যে শহরের বুকে আরও একটি বায়োপিক আসছে, সেটি হলো গায়ক কিশোর কুমারের বায়োপিক সেখানেই ভবিষ্যতে প্রধান চরিত্রে থাকছেন খোদ রণবীর কাপুর।
আরও পড়ুনঃ Celebrity moms: তাঁরা এখন বলিউডের নতুন মা..

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,919FansLike
42SubscribersSubscribe

না পড়লেই মিস