আউটলাইন বাংলা ডেস্কঃ জুলাইয়ের শুরুতেই মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ। এবার এক ধাক্কায় বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি (HPCL, BPCL, IOC) ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে। ১৪.২ কিলোগ্রাম ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডার পিছু ১ টাকা বেড়েছে নয়াদিল্লিতে, কলকাতায় ৪ টাকা, মুম্বইয়ে ৩.৫০ টাকা ও চেন্নাইয়ে ৪ টাকা দাম বেড়েছে।
কোন শহরে কত টাকা দাম বাড়ল গ্যাস সিলিন্ডারের জেনে নিন, IOC-র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লিতে রান্নার গ্যাসের দাম ১ টাকা বেড়ে সিলিন্ডার পিছু দাম হয়েছে ৫৯৪ টাকা ৷ কলকাতায় রান্নার গ্যাসের দাম ৪ টাকা বেড়ে সিলিন্ডার পিছু দাম হয়েছে ৬২০.৫০ টাকা।
মুম্বইয়ে রান্নার গ্যাসের দাম ৩.৫০ টাকা বেড়ে সিলিন্ডার পিছু দাম হয়েছে ৫৯৪ টাকা ৷ চেন্নাইয়ে রান্নার গ্যাসের দাম ৪ টাকা বেড়ে সিলিন্ডার পিছু দাম হয়েছে ৬১০.৫০ টাকা ৷ তবে ১৯ কিলো রান্নার গ্যাস সিলিন্ডারের দাম দিল্লিতে ১১৩৯.৫০ টাকা থেকে কমে হয়েছে ১১৩৫ টাকা।