Friday, March 31, 2023

আগামী সপ্তাহে উদ্বোধন হতে পারে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ উদ্বোধনের পথে দক্ষিণেশ্বর মেট্রো। আগামী ২২ ফেব্রুয়ারি রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর ওই দিনেই নোয়াপাড়া–দক্ষিণেশ্বর রুটে মেট্রো রেলের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন স্বয়ং নরেন্দ্র মোদী। এছাড়াও জানাগিয়েছে ওইদিন হুগলিতে বিজেপির জনসভায় অংশ নেবেন তিনি।

ইতিমধ্যেই মেট্রোর ট্রায়াল রান চলছে জোরকদমে। এই প্রকল্পের যাবতীয় খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখে নিচ্ছেন আরভিএনএল ও কলকাতা মেট্রো রেলের আধিকারিকরা। সব কিছু ঠিকঠাক থাকলেই আগামী ২২ ফেব্রুয়ারি চালু হয়ে যাবে নোয়াপাড়া–দক্ষিণেশ্বর রুটে মেট্রো রেল। চার কিলোমিটার এই লাইনে থাকছে দুটি স্টেশন, বরাহনগর এবং দক্ষিণেশ্বর।

মেট্রো রেল সূত্রে খবর আগামী ১৮ তারিখ ফের রেল বোর্ডের জেনারেল ম্যানেজার মনোজ যোশী স্টেশন পরিদর্শন করবেন। এবং তাঁর দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করেই এই প্রকল্পের শুভ উদ্বোধন হয়ে যাবে। উল্লেখ্য, ২০১০-১১ অর্থ বর্ষে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই প্রকল্পের ঘোষণা করেন।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট