আউটলাইন বাংলা ডেস্ক: দীর্ঘদিন ধরে কৃষক আন্দোলন কেন্দ্র সরকারের মাথা ব্যাথার কারন হয়ে দাঁড়িয়েছে। কৃষি আইন প্রত্যাহার করার দাবিতে সারা দেশের কৃষকেরা আন্দোলনে নেমেছেন। বিভিন্ন ভাবে সমাধান সুত্র খোঁজার চেষ্টা চলছে কিন্তু এখনো পর্যন্ত সরকারের তরফে সব কিছুই বিফলে গেছে। শুক্রবারের অষ্টম দফার বৈঠকেও মেলেনি কোনো সমাধান ৷ দাবিতে অনড় কৃষক সংগঠনের নেতারা জানিয়ে দিলেন, নয়া কৃষি আইন প্রত্যাহারের বিকল্প হিসেবে কোনও শর্ত মানতে রাজি নন তারা৷
ওদিকে কৃষি মন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, ‘দেশের বিভিন্ন প্রান্ত থেকে নয়া কৃষি আইনের প্রতি সমর্থন মিলেছে ৷ ফলে, নয়া আইন প্রত্যাহারের কোনও প্রশ্নই নেই ৷’ কৃষক নেতারা জানিয়ে দিয়েছেন, দাবি না মানা হলে অনির্দিষ্টকাল আন্দোলন চালিয়ে যাবেন তারা৷ আগামী ১১ জানুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। তবে আদালতে যেতে নারাজ কৃষকেরা।
বৈঠক শেষে কৃষক নেতা যোগিন্দর সিং জানিয়েছেন, এই বৈঠকে কোন সমাধান সূত্র বেরোয়ানি, কৃষি আইন প্রত্যাহার ছাড়া অন্য কোনও দাবি মানতে রাজি নয় কৃষক সংগঠন গুলি। প্রয়োজনে আমৃত্যু আন্দোলন চালিয়ে যাবেন তারা৷