Outlinebangla Desk: মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয় করোনা। করোনায় আক্রান্ত হচ্ছে পশুরাও। হায়দ্রাবাদের একটি চিড়িয়াখানায় ৮ টি সিংহ করোনায় আক্রান্ত হয়েছে। এই ঘটনা নিয়ে অনেকেই চিন্তিত। কিন্তু বুধবার নীতি আয়োগের তরফে জানানো হয়েছে, পশুদের মাধ্যমে ভাইরাস ছড়ায় না।
সম্প্রতি হায়দ্রাবাদের নেহেরু জুওলজিক্যাল পার্কে ৮টি এশিয়ান সিংহের শরীরে মিলেছে করোনা ভাইরাস। কিছুদিন ধরে হাঁচি, কাশির লক্ষণ দেখা যায়। এরপরেই RT-PCR পরীক্ষা করতে পাঠানো হয়। সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি থেকে আসা রিপোর্টে জানা যায় সিংহ গুলি করোনা পজিটিভ। এর আগেও দেশের বিভিন্ন প্রান্তে পশুদের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। তবে ভারতে এই প্রথমবার।
পশুর করোনা আক্রান্তের খবর সামনে আসতেই নীতি আয়োগের সদস্য ডক্টর ভি কে পাল জানিয়েছেন, পশুদের থেকে মানুষের দেহে করোনা সংক্রমণ ছড়ায় না। মানুষের থেকেই অন্য মানুষের দেহে করোনা সংক্রমিত হয়।